ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন আজ বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-আন্দোলনের বার্ষিকী উপলক্ষে ৫ আগস্টের তাৎপর্য স্বীকার করেছে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
হাইকমিশন তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, গত বছরের গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, আমরা তাঁদের স্মরণ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় আমরা বাংলাদেশকে সমর্থন করি।
এই বার্তাটি এমন সময়ে এসেছে যখন ঢাকায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স এবং কানাডাসহ একাধিক কূটনৈতিক মিশন বর্ষপূর্তিতে বিবৃতি দিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলিকে স্মরণ করেছে।
যার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।