বরিশালে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৯
জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী । ছবি : বাসস

বরিশাল, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক, গ্রাফিতি উদ্বোধন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৭টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরিশালে নানা আয়োজনের মধ্যে দিনটি শুরু করা হয়। 

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষ্যে জেলার বাকেরগঞ্জ উপজেলার চড়াদী ইউনিয়নে জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, সকালে নগরীর সিএনবি রোড, আমতলা মোড় এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ (গ্রাফিতি) উদ্বোধন করা হয়েছে।

পরে নগরীর বান্ধা রোড জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের বীর যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সভায় শহীদ পরিবারে একাধিক সদস্য ও আহতরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান’র দিনগুলো যে কতটা ভয়ংকর ছিল আমাদের জন্য, তা বলে বোঝাতে পারবো না। গণঅভ্যুত্থান ছিল এক আগুনে পুড়ে জেগে ওঠা ইতিহাস। 

তারা আরো বলেন, আমরা লক্ষ্য করছি নানা কারনে জুলাই শহীদ ও আহতদের বিচার ও চিকিৎসা কার্যক্রম বিভিন্ন কারনে বিঘ্নিত হচ্ছে। এটা কোন ভাবে মেনে    নেয়া যায় না। আমরা আমাদের জীবদ্দশায় এই বিচার দেখে যেতে চাই।


এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার ও বরিশাল রেঞ্জ ডিআউজি মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ একাধিক কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পানল করছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নানা আয়োজনে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিজয় র‌্যালি ও আলোচনা সভা 
সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান
জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
শেখ হাসিনার পতনের দিন মিছিলে মুখরিত ছিল চট্টগ্রাম
ফেনীতে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও দোয়া
রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল
১০