নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:২২
মঙ্গলবার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাগণ শহরের গাড়িখানা গোরস্থানে শহীদ মিকদাদ হোসেন খান আকিবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি : বাসস

নাটোর, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : নাটোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সকাল দশটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সম্মিলন আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সম্মিলন সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফীন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগণ।

সম্মিলনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে জাতি। তাদের ঋণ কখনো শোধ হবার নয়। সততা আর দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য।

পরে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে নাটোর জেলায় নির্বাচিত আইডিয়া শোকেসিং উপস্থাপন করা হয়। 

এরআগে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাগণ শহরের গাড়িখানা গোরস্থানে শহীদ মিকদাদ হোসেন খান আকিবের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। 

দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিস শহরের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের উপরে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করেছে। 

জেলার মসজিদগুলোতে বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং জুলাই যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১০