চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৫:১০
মঙ্গলবার শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলায় দু’ই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

আজ সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ মো. শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অপরদিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মো. মাসুদ রানা’র কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহীদ পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই মাসে ছাত্রজনতা গণআন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহীদ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০