চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৫:১০
মঙ্গলবার শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলায় দু’ই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

আজ সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ মো. শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অপরদিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মো. মাসুদ রানা’র কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, শহীদ পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই মাসে ছাত্রজনতা গণআন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ রানা শহীদ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটে সেদিন বিক্ষোভ মিছিলে হামলায় একজন নিহত 
ভোলার গেজেটভুক্ত ৪৭ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের উৎখাত করতে হবে: চরমোনাইর পীর
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাজনৈতিক দলগুলোর অনৈক্যে, অনিবার্যভাবে ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি। 
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা
বরিশালে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী 
১০