মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ আপডেট: : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:০০
যুদ্ধবিরতি উদযাপন করছেন গাজাবাসী। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি কারাগার থেকে সোমবার ভোরে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের বায়তুনিয়া শহরে পৌঁছালে শত শত মানুষ উল্লাস করে, গাড়ীর হর্ন বাজিয়ে এবং শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে তাদেরকে স্বাগত জানায়। ফিলিস্তিনের বায়তুনিয়া থেকে এএফপি এ খবর জানায়।

রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে চুক্তির অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইল। বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। 

সাংবাদিকরা জানান, মুক্তি প্রাপ্তরা বাসের উপরে উঠে হামাসের পতাকা উত্তোলন করেন।

তাদের সাথে যোগ দেয় ফাতাহ, ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি দলের পতাকা, সেইসাথে ফিলিস্তিনি জাতীয় পতাকাও।  

অন্যদিকে বাসের ভেতরে মুক্তিপ্রাপ্ত কয়েকজন মহিলা বন্দীকে হ্যাস্যোজ্জল ভঙ্গীতে ভি-চিহ্ন দেখিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তাদের সাথে রেড ক্রসের একজন কর্মীকেও দেখা গেছে।

এরআগে ইসরাইলের কারাগার পরিষেবা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দীদের প্রথম মুক্তি সম্পন্ন হয়েছে।

ইসরাইল কারাগার পরিষেবা রাত ১:৩০ টা (২৩৩০ জিএমটি রোববার) এর ঠিক আগে জারিকৃত এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা উল্লেখ করে বলেছে, ’সকল সন্ত্রাসীকে ওফের কারাগার এবং জেরুজালেম আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

২০২৩ সালের নভেম্বরের পর হামাস এই প্রথম রোববার গাজা উপত্যকায় তিনজন মহিলা জিম্মিকে মুক্তি দিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০