লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের ফিসারী এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। 

অপরদিকে আজাদ হোসেন (৪৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিকশা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন। এসময় অটোরিকশাটি সড়কে উঠার সঙ্গেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত দুইজনকে  উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন। গুরুতর আহত আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত  কিছুই বলা যাচ্ছে না।

স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি। চালক পলাতক রয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০