শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৪ (বাসস) : মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সভাপতিত্ব করবেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।