’সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা’ প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

 

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের শুরুতেই রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত অংশটি।

সংস্কার প্রস্তাবের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা বিষয়ে বলা হয়েছে- সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকের সংখ্যা নির্ধারণে প্রধান বিচারপতির সিদ্ধান্তের প্রাধান্য এবং আপিল বিভাগের কর্মে প্রবীনতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের বিধান প্রণয়ন। যথাসম্ভব স্বচ্ছ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে ৯সদস্য বিশিষ্ট ‘সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কমিশন’ গঠনের উদ্দেশ্যে আইন প্রণয়ন। প্রণীত আইনের অধীনে গঠিত কমিশন কর্তৃক উন্মুক্ত আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই এবং সুপারিশ।

রাষ্ট্রপতি কর্তৃক কমিশনের সুপারিশ অনুযায়ী বিচারপতি নিয়োগ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারক, সাবেক বিচারক এবং সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য প্রযোজ্য পদ্ধতি ছাড়া অপসারণযোগ্য নন এমন পদে আসীন ব্যক্তিদের জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন ও প্রকাশ। রাষ্ট্রপতির নিকট হতে প্রাপ্ত অনুরোধ ছাড়াও স্বতঃপ্রণোদিতভাবে বিচারকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার ক্ষমতা কাউন্সিলকে প্রদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘উস্কানিমূলক কার্যকলাপের’ কারণে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম
ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
মহেশপুরে যাত্রীবাহী বাসে মিলল সোনা, আটক ২
সাইবার হামলার পর জাগুয়ার ল্যান্ড রোভারকে ঋণ গ্যারান্টি দিল যুক্তরাজ্য
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সামরিক মহড়া চালিয়েছে ভেনিজুয়েলা 
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০
শেষ হল ১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট
১০