বাসস
  ২১ মে ২০২৪, ১৭:৩৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২১ মে, ২০২৪ (বাসস): শিক্ষার মানোন্নয়ন ও গুনগত শিক্ষা নিশ্চিতে গোপালগঞ্জের কোটাালীপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার ৮০ নং  কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিব হাসান মুন্সি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী অলিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক এইচএম মেহেদী হাসানাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা লিপি, সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও অভিভাবক শ্যামলী বেগমসহ আরো অনেকে। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, ‘উন্নয়নের বাতিঘর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’ ও ‘শিক্ষার আলো ঘরেঘরে জ¦ালো’ এ শ্লোগানকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন ও গুনগত শিক্ষা নিশ্চিতে মা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সারা মিলেছে।’