বাসস
  ২২ মে ২০২৪, ১১:১৪

যশোরের শার্শায়, ঝিকরগাছা ও চৌগাছায় বিজয়ী যারা

যশোর, ২২ মে , ২০২৪ (বাসস): জেলার শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের বিভিন্ন পদে নির্বাচিত হলেন যারা মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শার্শা : শার্শায় এবার উপজেলা পরিষদে তিনজনই নতুন মুখ বিজয়ী হয়েছেন। ৩৭ হাজার ৭৩০ ভোট পেয়ে সোহরাব হোসেন (দোয়াত-কলম) শার্শা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ পদে অহিদুজ্জামান (আনারস) ১২২৯১ ভোট, আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩ হাজার ৯২৯ ভোট, ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
২২ হজার ৯৮৭ ভোট পেয়ে আব্দুর রহিম সরদার (তালা) পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে শামীমা খাতুন (কলস) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া তরিকুল ইসলাম ৪২১৪, শফিকুল ইসলাম মন্টু ১৪৪৫৯,শাহরীন আলম ১৩৮৬৬ ভোট, আলেয়া ফেরদৌস ৭৭২৯, নাজমুন নাহার ৫১৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শার্শায় মোট ভোটকেন্দ্র ছিল ১০২টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিকরগাছা : ঝিকরগাছায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেসমিন সুলতানা। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেন। আনারস প্রতীকে মনিরুল ইসলাম পেয়েছেন ৪০ হাজার ৬শ ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪শ ৪৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে লুবনা তাক্ষী পেয়েছেন ৪ হাজার ১শ’ ৩৯ ভোট, মোটরসাইকেল প্রতীকে রেজাউল হোসেন পেয়েছেন ১ হাজার ৯১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাংবাদিক সৈয়দ ইমরানুর রশীদ পেয়েছেন ৪১ হাজার ১শ ৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের মো. কামরুজ্জামান মিন্টু পেয়েছেন ১৭ হাজার ৯শ ৫৬ ভোট। এছাড়া আরেক প্রার্থী মো. ইদ্রিস আলী বিশ্বাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শ ১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী জেসমিন সুলতানা পেয়েছেন ২৪ হাজার ৪শত ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের আমেনা খাতুন পেয়েছেন ১৬ হাজার ৪শত ৮২ ভোট, ফুটবল প্রতীকে সাহানা আক্তার পেয়েছেন ১৪ হাজার ৩শত ৯৫ ভোট, পদ্মফুল প্রতিকে আছিয়া বেগম পেয়েছেন ৮ হাজার ৭শত ভোট । ঝিকরগাছা উপজেলায় মোট ভোটার ছিল ২ লক্ষ ৬৩ হাজার ১শত ৬৮ ভোটার। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৪ হাজার ৪শত ৯৮ ভোটার যা মোট ভোটারের ২৪ দশমিক ৫১ শতাংশ।
চৌগাছা : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান হাবিব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাছিমা খাতুন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন শামিম রেজা। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
এসএস হাবিবুর রহমান এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর কাছে বিদ্রোহী হিসেবে পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে এসএম হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড. মোস্তানিছুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।
নাছিমা খাতুন হাঁস প্রতীকে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে প্রথম বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা ইমামুল হাসান টুটুলের সহধর্মিনী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল লাকি কলস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট। এ ছাড়া নাজনীন নাহার বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৭৭  ভোট, কামরুন নাহার শাহিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬৪৪ ভোট এবং রীপা ইসলাম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪০৬ ভোট।
এদিন উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ উপজেলায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ হয়।
এ উপজেলায় ১ পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪৪২। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬।