বাসস
  ০৪ অক্টোবর ২০২৪, ২০:৪৬

শেখ হাসিনার বিদেশি মুরুব্বিরা গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র করছে : জোনায়েদ সাকি

গাজীপুর, ৪ অক্টোবর, ২০২৪ (বাসস): গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিদেশি মুরুব্বিরা গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র করছে। 
তিনি আরও বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের দাবি মানতে হবে ঠিক, তবে তাদের আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস যেন বন্ধ হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কারখানা বন্ধ হলে শ্রমিকরাই চাকরি হারাবে।’
আজ শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জোনায়েদ সাকি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে সম্মানজনক স্থানে রাখতে হবে। এসব পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে যাতে তারা খারাপ অবস্থায় না থাকে।
জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য দীপক রায়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১২ জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।