বাসস
  ০৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৬

দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম: নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ (বাসস) : নৌপরিবহন এবং বস্ত্র ও পাট  উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মেরিটাইম সেক্টরকে অসীম সম্ভাবনাময় এক ক্ষেত্র উল্লেখ করে বলেছেন, এখাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন,‘আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম ( সামুদ্রিক) সেক্টর থেকে। মেরিন ক্যাডেট ও নাবিকরা দেশি-বিদেশী জাহাজে চাকরি করে বিপুল  বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন , যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ  অবদান রাখছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম’।
উপদেষ্টা আজ সকালে  চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শনে এসে এসব কথা বলেন।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি দেশের বড় সম্পদ। এখান থেকে ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পান। এসময় নৌপরিবহন উপদেষ্টা ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার উপর জোর দেন।
এর আগে উপদেষ্টা বাংলাদেশ মেরিন একাডেমি বাস্তবায়নাধীন ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের চলমান কাজ এবং সিমুলেটর পরিদর্শন করেন। তিনি এ সময় প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সী-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে একটি গাছের চারা রোপন করেন। এরপর  উপদেষ্টা  অফিসার্স ক্লাবে চট্টগ্রাম  মেরিন একাডেমি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. ইবনে কায়সার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌবানিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।