বাসস
  ২৩ অক্টোবর ২০২৪, ২০:৪৮

বন্যার্তদের সাহায্যার্থে ৩০ লাখ টাকার চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্ট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান উপদেষ্টার পক্ষে বন্যার্তদের জন্য দেয়া ৩০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। 

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা এ অনুদান গ্রহণ করেন। অনুদানের এ অর্থ প্রদানের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠান ছাড়া সিলভার লাইন গ্রুপ অন্যতম। 

উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা এ পর্যন্ত প্রায় ৯৬ কোটি ৮৪ লাখ টাকার অনুদান গ্রহণ করেছেন।