বাসস
  ২৩ অক্টোবর ২০২৪, ২১:২২

বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রবাসীদের সেবাদানের নির্দেশ

 

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে প্রবাসীদের সেবা প্রদান করার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পররাষ্ট্র সচিব অটোমেশন ব্যবহার করে সেবাপ্রার্থীদের আরও দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে সেবা প্রদানের ওপর জোর দেন।

জসিম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

তিনি বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তেলসমৃদ্ধ দেশটি থেকে বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও উৎসাহিত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের কথাও তুলে ধরেন এবং জাতির সম্মিলিত স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিভিন্ন খাতে সংস্কারসহ অন্তর্র্বতী সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

দুবাইতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান পররাষ্ট্র সচিবকে কনস্যুলেট জেনারেলের বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।