ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে অন্যায়কারীদের শিক্ষা নেওয়া উচিত : মঈন খান

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৩৬ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৪
শনিবার বাগেরহাটে মঈন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। ছবি : বাসস

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যারা অন্যায়কারী এবং ভবিষ্যতে অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। 

আজ শনিবার দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। অপরাধীদের এভাবেই পালাতে হয়। এ সময় ন্যায় ও সততা ছাড়া পৃথিবীর কোন দেশ উপরে উঠতে পারে না বলেও উল্লেখ করেন ড. মঈন খান। 

বিএনপি’র এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাগেরহাটের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। 

ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে ড. আব্দুল মঈন খান বলেন, একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন। অথচ একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করেন। রাজনীতিবিদরা চিন্তা করেন আমার ঘর, পরিবার, সম্পত্তি রয়েছে। সমাজে অবস্থান রয়েছে, আমি কি গুলি খেয়ে মরে যাব। পক্ষান্তরে এক ছাত্র দেশ ও নীতির জন্য গুলির মুখে বুক চিতিয়ে দেয়। কারণ তার ক্ষমতার প্রতি আকর্ষণ নেই। 

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ অনেকে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বিএনপি নেতা খান মতিয়ার রহমানসহ জেলা, উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এ দেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে, আজ তার রাজনৈতিক মৃত্যু হয়েছে।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও, সামনে আমাদের বড় হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

এ জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

ড. এ বি এম ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হওয়ায় মোরেলগঞ্জবাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ নাগরিক ও বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। বেলা ১১টার দিকে কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। নিজ এলাকার সন্তান একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় খুশি স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
১০