দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। 

পূর্বাভাসে আরো বলা হয়, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি.। 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত 
হবিগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি শহীদ রাকিবুলের বাবা-মায়ের
হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন
বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের
মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় হাকিমি, ওশিমেন, সালাহ
লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা : প্রধান উপদেষ্টা
১০