দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। 

পূর্বাভাসে আরো বলা হয়, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি.। 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড
হাতি প্রতীকে ইসি’র নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি
রাঙ্গামাটিতে এইচএসসি উত্তীর্ণদের সেনাবাহিনীর সংবর্ধনা 
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা
ভোলায় প্রায় ২ লাখ টন ইলিশ আহরণে নদীতে জেলেরা
যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
মুন্সীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল ও লিফলেট বিতরণ
জোটের যেকোন দলের প্রতীকে ভোট চায় এনডিএম
১০