রাজধানীতে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:১১ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও  মো. সবুজ হোসেন (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার  রাত পৌনে ১১ টায় দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে দারুসসালাম থানা এলাকায় ডিউটি করার সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
ফেনীতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি’র বৃক্ষরোপণ 
দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা
আগামীকাল যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে 
জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি
এনডিসিতে টোকিওর নিরাপত্তা কৌশল তুলে ধরলেন জাপানের রাষ্ট্রদূত
১০