রাজধানীতে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:১১ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাব্বির হোসেন (২১), মো. রাব্বি হাওলাদার (২০) ও  মো. সবুজ হোসেন (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার  রাত পৌনে ১১ টায় দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে দারুসসালাম থানা এলাকায় ডিউটি করার সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০