অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন দপ্তরে অভিযান দুদকের

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:২০

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): সেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এসব তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, বিশেষজ্ঞ ও অন্যান্য পদে নিয়োগে দুর্নীতি, অবকাঠামো নির্মাণে অনিয়ম, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়। 

অভিযানকালে টিম নামসর্বস্ব এনজিও দিয়ে প্রকল্প পরিচালনা, ভুয়া বিল-ভাউচার দিয়ে প্রকল্প থেকে অর্থ উত্তোলন ইত্যাদি অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। 

পরবর্তীতে টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিকতর তথ্য সংগ্রহ করে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানায়।

এদিকে বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও মনোহারি জিনিসপত্রসহ জ্বালানি তেল ক্রয়ের নামে প্রতিষ্ঠানের প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগে উল্লিখিত তথ্যাদি-রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে। 

এছাড়া জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন নির্মাণে সিডিউল অনুসরণ না করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায়, অভিযোগে বর্ণিত ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। পরবর্তীতে টিম নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, জয়পুরহাট থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত 
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি শহীদ রাকিবুলের বাবা-মায়ের
হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন
বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের
মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় হাকিমি, ওশিমেন, সালাহ
লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা : প্রধান উপদেষ্টা
মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
১০