সরকার বাসস, বিটিভির ক্ষমতায়নের চেষ্টা করছে: সিএ প্রেস উইং

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২২:২৪
ফাইল ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ক্ষমতায়নের চেষ্টা করছে। 

আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি দেশের একটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।’

এ বিষয়ে মানুষের ভুল ধারণা থাকতে পারে উল্লেখ করে আলম বলেন, ‘লক্ষ্য করলে আপনি দেখবেন সারা বিশ্বে প্রত্যেকটি দেশের একটি প্রোগ্রামিং টিভি, নিউজ চ্যানেল, ইংরেজি টিভি চ্যানেল, স্থানীয় ভাষার চ্যানেল ও একটি সরকারি সম্প্রচার মাধ্যম রয়েছে।’

তিনি বলেন, এ ধরনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তুরস্ক, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও চীনে আছে এবং সব দেশই তাদের রাষ্ট্রীয় সম্প্রচারক মাধ্যমকে বড় করে তুলেছে।

প্রেস সচিব বলেন, উদাহরণস্বরূপ, একটি প্রাইভেট চ্যানেল তার আর্থিক মডেলের কারণে গুরুত্বপূর্ণ হলেও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ নাও প্রচার করতে করতে পারে।  এই খবর কে প্রচার করবে? রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই খবর প্রচার করবে।

‘রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমেরও গুরুত্ব রয়েছে’ বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সরকার তাই বিটিভি ও বাসস-এর ক্ষমতায়ন এবং এ সংস্থাগুলোকে আরও বড় করার চেষ্টা করছে যাতে মানুষ বাংলাদেশের সব খবর দেখতে ও জানতে পারে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০