সরকার বাসস, বিটিভির ক্ষমতায়নের চেষ্টা করছে: সিএ প্রেস উইং

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২২:২৪
ফাইল ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ক্ষমতায়নের চেষ্টা করছে। 

আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি দেশের একটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।’

এ বিষয়ে মানুষের ভুল ধারণা থাকতে পারে উল্লেখ করে আলম বলেন, ‘লক্ষ্য করলে আপনি দেখবেন সারা বিশ্বে প্রত্যেকটি দেশের একটি প্রোগ্রামিং টিভি, নিউজ চ্যানেল, ইংরেজি টিভি চ্যানেল, স্থানীয় ভাষার চ্যানেল ও একটি সরকারি সম্প্রচার মাধ্যম রয়েছে।’

তিনি বলেন, এ ধরনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তুরস্ক, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও চীনে আছে এবং সব দেশই তাদের রাষ্ট্রীয় সম্প্রচারক মাধ্যমকে বড় করে তুলেছে।

প্রেস সচিব বলেন, উদাহরণস্বরূপ, একটি প্রাইভেট চ্যানেল তার আর্থিক মডেলের কারণে গুরুত্বপূর্ণ হলেও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ নাও প্রচার করতে করতে পারে।  এই খবর কে প্রচার করবে? রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই খবর প্রচার করবে।

‘রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমেরও গুরুত্ব রয়েছে’ বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সরকার তাই বিটিভি ও বাসস-এর ক্ষমতায়ন এবং এ সংস্থাগুলোকে আরও বড় করার চেষ্টা করছে যাতে মানুষ বাংলাদেশের সব খবর দেখতে ও জানতে পারে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত 
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি শহীদ রাকিবুলের বাবা-মায়ের
হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন
বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের
মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় হাকিমি, ওশিমেন, সালাহ
লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা : প্রধান উপদেষ্টা
মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দেখা করবেন জেলেনস্কি
১০