সিলেট সীমান্তে চোরাচালান রোধে এলাকাবাসীর সঙ্গে বিজিবির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০০:৪৪

সিলেট, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সীমান্তে চোরাচালান রোধে সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা আয়োজন করে বিজিবি সিলেট ব্যাটালিয়ন।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সবধরনের সহযোগিতা দেয়ার আহ্বান জানান। 

একইসঙ্গে, চোরাচালান প্রতিরোধ ও বৈধ উপায়ে বাণিজ্যিক লেনদেন নিশ্চিত করার ওপর  জোর দেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় শেষে প্রায় তিনশ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০