
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আলোকচিত্রী আমির হামজাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তার শক্তিশালী একটি আলোকচিত্র টাইম ম্যাগাজিনের এ বছরের ‘সেরা ১০০ ছবির তালিকা’য় স্থান পেয়েছে।
আলোকচিত্রটিতে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজার দৃশ্য ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এই স্বীকৃতি শুধু আমির হামজার অসাধারণ শিল্প-দৃষ্টিভঙ্গির প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্যও এক গর্বের মুহূর্ত। কারণ, আমাদের জাতির গল্প এবং আমাদের প্রাণবন্ত ডায়াস্পোরার গল্প বিশ্বমঞ্চে মর্যাদা ও বৈশ্বিক প্রতিধ্বনির সঙ্গে উপস্থাপিত হচ্ছে।
তিনি আরো বলেন, আমি গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই, দীর্ঘদিন ধরে বাংলাদেশি আলোকচিত্রীরা বিশ্বমঞ্চে সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন। আমির হামজার আগে বিশিষ্ট আলোকচিত্রী কে. এম. আসাদ, তাসলিমা আখতার ও মুনীরুজ্জামানের কাজও টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’-এ স্থান পেয়েছিল। আরো অনেক বাংলাদেশি ফটোগ্রাফার তাদের অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন, যা দেশের নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করছে।
বাংলাদেশে ফটোগ্রাফির দীর্ঘ ঐতিহ্যকে দেশের অন্যতম গতিশীল ও প্রভাবশালী শিল্পরূপ হিসেবে স্বীকৃতি দিয়ে ফারুকী আনন্দের সঙ্গে ঘোষণা করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো একটি ফটোগ্রাফি বিভাগ অন্তর্ভুক্ত করছে।
তিনি বলেন, এই উদ্যোগ সৃজনশীল প্রতিভা লালন, শিল্প-উদ্ভাবনকে সহায়তা করা এবং ফটোগ্রাফি যেন প্রাপ্য প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম পায়, তা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা বাংলাদেশের ফটোগ্রাফির এই অসাধারণ মুহূর্ত উদযাপন করি এবং আমি আবারো মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি—আমরা সব ধরনের শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারো আমির হামজাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি—বাংলাদেশি ফটোগ্রাফাররা বিশ্বমঞ্চে আরো উজ্জল হয়ে উঠবেন।