সিরাজগঞ্জের মিষ্টি আলুর বাম্পার ফলনের আশা কৃষকের 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৬
সিরাজগঞ্জের মিষ্টি আলুর বাম্পার ফলন। ছবি:বাসস

সিরাজগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : জেলার উপজেলা গুলোতে মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষক। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। 

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৩৮০ হেক্টর জমিতে লাভজনক মিষ্টি আলু চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে কাজিপুর, বেলকুচি, কামারখন্দ, শাহজাদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে।

খরচ কম ও লাভ বেশি হওয়ায় এবারো মিষ্টি আলু চাষাবাদে ঝুকে পড়েছে কৃষকেরা। এ চাষাবাদ যমুনা ও শাখা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলেই বেশি হয়ে থাকে। সদর উপজেলায় বাগবাটি ও খোকশাবাড়ি ইউনিয়নে এবার ২৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। এরমধ্যে বাগবাটি ইউনিয়নের মরা ইছামতী নদীর বুক জুরে মিষ্টি আলু চাষে সবুজের দৃশ্য ছড়িয়ে পড়েছে। এ নদীর বুকেই প্রায় ৫০ বিঘা জমিতে মিষ্টি আলু রোপণ করা হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, অগ্রহায়ন মাসে জমিতে মিষ্টি আলুর বীজ রোপণ করা হয় এবং কয়েক মাস পরেই এ ফসল উত্তোলন করা হয়। ধানসহ অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষে লাভ বেশি। এ চাষাবাদে পরিশ্রম ও খরচ কম লাভ বেশি। 

এ আলু হাট-বাজারে দামও ভালো পাওয়া যায়। বিশেষ করে ব্যবসায়ীরা এ আলু ভালো দামে ক্রয় করে এবং তারা বিদেশে রপ্তানি করে থাকে প্রতিবছর। এবারো এ আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা রয়েছে। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আ. আহসান শহীদ সরকার বলেন, এবারো জেলায় বিভিন্ন স্থানে আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এ চাষাবাদে কৃষকদের পরামর্শও দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভজনক এ আলু উত্তোলনে খুশি হবে কৃষকেরা। 

ক্যান্সার প্রতিরোধে এ মিষ্টি আলু খুবই উপকারি। এজন্য দেশের চাহিদার পাশাপাশি বিদেশেও এ আলুর চাহিদা রয়েছে। প্রতিবছর চীন ও জাপানসহ বিভিন্ন দেশে এ আলু রপ্তারি করা হয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০