ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ শনিবার ৬৬ নং ওয়ার্ড, অঞ্চল-৮ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিটি কর্পোরেশনের ছয় শতাধিক কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অভিযানে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার এবং মশার ওষুধ ছিটানো হয়। জনসচেতনতায় স্থানীয় জনগণ রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সঙ্গে র্যালিতে অংশ নেন। নির্মাণাধীন বিভিন্ন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পরীক্ষা করে মালিকদের সতর্ক করা হয়।
প্রশাসক মো. শাহজাহান মিয়া এলাকাবাসীকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে বলেন, 'দায়িত্বশীল হলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।' এছাড়া একটি নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেন, যার মাধ্যমে এলাকার সমস্যা সমাধান করা যাবে।
এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান তালুকদার ও অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।