বাসস
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

স্ত্রীসহ সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি ও সম্পত্তি জব্দ

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্না ও তার স্ত্রীর পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। 

এছাড়া তাদের একটি গাড়ি ও পাঁচটি স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।