জুলাই গণহত্যার বিচার নির্বাচনের আগেই সম্ভব : আসিফ নজরুল

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
বুধবার ব্রিফিং করছেন আসিফ নজরুল। ছবি : বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। আগামী জাতীয় নির্বাচনের আগেই ট্রায়াল কোর্ট তথা বিচারিক আদালতে এই বিচারকাজ শেষ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের আশা আছে, নির্বাচনের আগে বিচার কাজ সম্পন্ন করতে পারব। এখানে কারোর কোনো গাফিলতি নেই। বাংলাদেশে যে নির্মম গণহত্যা চলেছে, অব্যশই এর বিচার করা হবে।’

তিনি আরও বলেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কাজটা বেশি, সেজন্য আমরা এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যে গতিতে মামলার তদন্ত কাজ চলছে তাতে আগামী মার্চে শুনানি শুরু হবে বলে আশা করছি। 

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার কাজ চলছে। 

মিডিয়া ব্রিফিংয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 
১০