জুলাই গণহত্যার বিচার নির্বাচনের আগেই সম্ভব : আসিফ নজরুল

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
বুধবার ব্রিফিং করছেন আসিফ নজরুল। ছবি : বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। আগামী জাতীয় নির্বাচনের আগেই ট্রায়াল কোর্ট তথা বিচারিক আদালতে এই বিচারকাজ শেষ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের আশা আছে, নির্বাচনের আগে বিচার কাজ সম্পন্ন করতে পারব। এখানে কারোর কোনো গাফিলতি নেই। বাংলাদেশে যে নির্মম গণহত্যা চলেছে, অব্যশই এর বিচার করা হবে।’

তিনি আরও বলেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কাজটা বেশি, সেজন্য আমরা এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যে গতিতে মামলার তদন্ত কাজ চলছে তাতে আগামী মার্চে শুনানি শুরু হবে বলে আশা করছি। 

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার কাজ চলছে। 

মিডিয়া ব্রিফিংয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিন্ধু পানি চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি : শেহবাজ শরীফ
নতুন বাণিজ্য সংবাদের অপেক্ষায় বিশ্বব্যাপী শেয়ারবাজারে পতন
বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনৈতিকদের সম্মানে নৈশভোজ
ঢাকার সবুজায়নে ১ জুন থেকে বৃক্ষরোপণ শুরু : ডিএনসিসি প্রশাসক
ইউক্রেনের সঙ্গে আলোচনায় থাকছেন না পুতিন
ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি
ক্যালিফোর্নিয়ায় কিছু অভিবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের প্রস্তাব গভর্নর গ্যাভিনের
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি শুরু
আইনি সহায়তা আইনের শাসনের অপরিহার্য উপাদান: প্রধান বিচারপতি
ত্রিপোলিতে রাতভর মিলিশিয়া সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা
১০