প্রাণিজ আমিষ নিশ্চিতে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার  

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫০
আজ বিকেলে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: বাসস

সাভার, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সকলের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিত করতে কাজ করতে হবে। 

বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদে সমৃদ্ধ উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক সম্পদ আছে। কিন্তু সমস্যা হলো মৎস্য ও প্রাণিখাতে অনেক প্রজাতি বিলুপ্তির পথে। বিলুপ্তি হওয়া ঠেকাতে নবীন কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। 

ফরিদা আখতার আজ বিকেলে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ‘নবনিয়োগপ্রাপ্ত ৪৩তম বিসিএস (পশুসম্পদ) ও বিসিএস (মৎস্য) ক্যাডার কর্মকর্তাদের অবহিতকরণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, খাদ্যের ক্ষেত্রে শুধু পুষ্টি হলেই চলবে না, তা নিরাপদ কিনা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এক্ষেত্রে ফিডের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফিড নিরাপদ হলে মাছ-মাংস নিরাপদ হবে। 

তিনি বলেন, আপনাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মন্ত্রণালয়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। 

এতে স্বাগত বক্তৃতা করেন বিসিএস লাইভস্টক একাডেমির পরিচালক  ডা. এ. কে. এম. হুমায়ুন কবীর।

উল্লেখ্য, নবনিয়োগপ্রাপ্ত ৪৩তম বিসিএস (পশুসম্পদ) ও বিসিএস (মৎস্য) ক্যাডার কর্মকর্তাদের অবহিতকরণ কোর্সে বিসিএস পশুসম্পদ ক্যাডারের ৯৫ জন এবং বিসিএস মৎস্য ক্যাডারের ৩৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 
১০