সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। 

তিনি নিজের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৮ টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা লেনদেন করেছেন। 

এ ছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দু’জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ত্রাণ নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে প্রায় ৮শ’ ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
১০