সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। 

তিনি নিজের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৮ টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা লেনদেন করেছেন। 

এ ছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দু’জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫
কুমিল্লার বাসচাপায় দু’জন নিহত 
গাজা শহরে ইসরাইলের স্থল আক্রমণ শুরু
চট্টগ্রামে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ১৭ নির্দেশনা
খুলনায় প্লাস্টিক দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জাতীয় নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ 
জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের
১০