সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। 

তিনি নিজের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৮ টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা লেনদেন করেছেন। 

এ ছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দু’জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০