সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। এ জন্য চিকিৎসা বিজ্ঞানের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়াতে অন্তর্র্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। 

উপদেষ্টা বলেন, ভর্তির আসন বৃদ্ধির চেয়ে কোয়ালিটিপুর্ণ শিক্ষার পরিবেশ বেশি প্রয়োজন। প্রফেসর ও ভালো শিক্ষক দরকার। তাহলে ভালো চিকিৎসক পাওয়া যাবে। বর্তমান সরকার এসব বিষয় নিয়ে কাজ করছে।    

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। মেধানুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য মেধার ক্রমানুসারে ডাকা হয়।  
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোমিনিকান উপকূলে অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০ 
গাজায় ত্রাণ নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে প্রায় ৮শ’ ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
১০