শিরোনাম
ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর হাজারীবাগ ট্যানারি কাঁচাবাজারের একটি লেদার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাসসকে জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে ২ টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও জানান, ৭ তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার সহায়তায় কাজ করেছে ১ প্লাটুন বিজিবি সদস্য।