ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পেতে পে-পল চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : আইসিটি সচিব

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৩৩

চট্টগ্রাম, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বর্তমান অন্তর্বর্তী সরকার ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য বাংলাদেশে পে-পল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। একই সাথে আগামী বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আমদানিকৃত যন্ত্রপাতির শুল্ক কমানোর লক্ষ্যে এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনার আশ্বাসও দেন তিনি।

আজ শনিবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে ৩দিনব্যাপী ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব একথা বলেন।

স্থানীয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টর ও ইন্ডাষ্ট্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তি খাতও। তাই দেশের অর্থনীতির আকার বাড়াতে তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের উপর কাজ করছে আইসিটি বিভাগ। এজন্য একাডেমিয়া এবং ইন্ডাষ্ট্রির মধ্যে সমন্বয় করে এখাতের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় ইনোভেশন হাব এবং আইসিটি পার্ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য কাজ করছে আইসিটি বিভাগ।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লক্ষ কোটি টাকা আয় করছে। কিন্তু উপযুক্ত চ্যানেল না থাকার কারণে তারা সহজভাবে তাদের উপার্জিত অর্থ আনতে পারছে না।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, তথ্য প্রযুক্তিতে আমরা দিন দিন উন্নতি করছি। কিন্তু এ খাতে এখনও মাতৃভাষা বাংলা ব্যবহারে  এখনও পিছিয়ে রয়েছি। তাই এ বিষয়ে তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কাজ করা উচিত।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, এসসিআইটিপি সভাপতি আবদুল্লাহ ফরিদসহ আরও অনেকে।

মেলায় ৪০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে।

এ ছাড়া মেলা চলাকালীন প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসছেন না জেলেনস্কি
১০