চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

অপরজন হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ তাদের হাজিরের জন্য দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন আদালত।


আদালতের পেশকার আতিকুর রহমান বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার আসামি ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। চেক মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৯ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা
দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ
প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ
জামায়াত আমীরের আরোগ্য কামনায় তিন দূতাবাসের শুভকামনা
সংসদের দক্ষিণ প্লাজায় আজ উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র
জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ 
যুবদল, এনসিপি ও পুলিশকে জড়িয়ে ফেসবুকে ভুয়া ভিডিও শনাক্ত 
আসামির জামিন নিয়ে ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০