বাসস
  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:১৬
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭

হবিগঞ্জে বোরো চাষে সংকট নেই সারও ডিজেলের

হবিগঞ্জে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবি: বাসস

।। মোহাম্মদ নূর উদ্দিন ।।

হবিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার ৯টি উপজেলায় পুরোদমে চলেছে বোরো চাষাবাদ। তবে সংকট নেই সার ডিজেলে ও শ্রমিকের। কৃষকের দাবি প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে শ্রমিক সংকট নেই।

এছাড়া এবার পর্যাপ্ত পরিমাণ সার ও ডিজেল রয়েছে। লোডশেডিংয়ের আশঙ্কাও কম তাই কৃষকরা তাদের জমিতে এবার চাষাবাদ করতে বেশি আগ্রহী হয়ে উঠছেন।

আর জেলা কৃষি অফিস মনে করছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে হবিগঞ্জ জেলায় ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ লক্ষ্য নিধারণ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ করা হচ্ছে বানিয়াচং ও নবীগঞ্জে। এছাড়াও হবিগঞ্জ সদর উপজেলায় ৯৩৭০ হেক্টর ,শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৯৭০ হেক্টর, মাধবপুর উপজেলায় ১২ হাজার হেক্টর, চুনারুঘাট উপজেলায় ১২২৯০ হেক্টর, বাহুবল উপজেলায় ৮৪১৪ হেক্টর, নবীগঞ্জ উপজেলায় ১৯১৫৯ হেক্টর, লাখাই উপজেলায় ১১২০৮ হেক্টর, বানিয়াচং উপজেলায় ৩৩৭১০ হেক্টর ও আজমিরীগঞ্জ উপজেলায় ১৪৬২৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে।

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের কৃষক বাছির মিয়া জানান, এবার সারও ডিজেলের কোনো সংকট নেই। আমরা এখন পুরোদমে চাষাবাদে ব্যস্ত হয়ে পড়ছি। আশা করি যদি আগাম বন্যা ও খরা না হয় তাহলে বাম্পার ফলন হবে।

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের কৃষক আহম্মদ আলী জানান, এবার সার নিয়ে কোনো চিন্তা নেই। আগাম বন্যা না হলেই এবং আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি আমরা ভালো ফলন পাবো। তিনি বলেন, ইতিমধ্যে তার প্রায় ১০ বিঘা জমি বোরো রোপণ করা হয়েছে।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান বাসসকে জানান, জেলায় এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরা চাষাবাদ। কৃষকদের চিন্তার কোনো কারণ নেই এ বছর সার ও ডিজেল ও শ্রমিক সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।

তিনি বলেন, আবহওায় অনুকূলে থাকায় আমরা আশাকরি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমে দিকে আমাদের চাষাবাদ শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এরপর বন্যা ও খরা না হলে এবারও বাম্পার ফলন আশা করছি।