কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে মুল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৪

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : এলসির মাধ্যমে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির মূল্য পরিশোধ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে পরিপত্রে বলা হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

যদিও এর আগে গত বছরের ৩০ জুন এসব পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নীত করে পরিপত্র জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে তার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা
চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বিআইডব্লিউটিসি’র জলযান নির্মাণ কাজ পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স
বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ২
১০