সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। 

তিনি জানান, মেহের আফরোজ অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। 

এ ছাড়া তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা এবং ৯ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৫৭ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন। 

তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার
শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান
জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, নিখোঁজ ১
চুনারুঘাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির
নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল
শেরপুরে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা বিএনপির
বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি লিগ্যাল এইডের
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
১০