চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো যুবলীগ-ছাত্রলীগের ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২১:০২ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৮
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামালকে (৪০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আফতাব আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ঋভু ও জামাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে এসেছিলেন। দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল ছিল। তাদের আরেক সহযোগী তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০