চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো যুবলীগ-ছাত্রলীগের ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২১:০২ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৮
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামালকে (৪০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আফতাব আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ঋভু ও জামাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে এসেছিলেন। দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল ছিল। তাদের আরেক সহযোগী তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টটেনহ্যাম ছাড়ার ঘোষনা দিলেন সন
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আবির-রোমান রিমান্ডে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে আগামীকাল
জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, শিশু ও সাংবাদিক গুলিবিদ্ধ 
আগামীকালের সমাবেশের জন্য ঢাকাবাসীর কাছে ছাত্রদলের দুঃখ প্রকাশ
হারের বৃত্ত ভেঙ্গে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের
নেত্রকোনায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত 
৩ আগস্ট/৩৪ জুলাই : ৩ আগস্ট এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা
জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০