চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো যুবলীগ-ছাত্রলীগের ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২১:০২ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৮
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামালকে (৪০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আফতাব আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ঋভু ও জামাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে এসেছিলেন। দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল ছিল। তাদের আরেক সহযোগী তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মড্রিচের মিলানে যোগ দেবার বিষয়টি নিশ্চিত করলেন আলেগ্রি
কুশলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিল শ্রীলংকা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৫
থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি
সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী ২ অক্টোবর থেকে নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল 
ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক 
মেলান্দহে বিএনপি সদস্যপদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন
খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু
১০