বাসস
  ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৮

মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সরকারিকরণে বাধা নেই : আপিল বিভাগ

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ সরকারীকরণে আর কোনো আইনি বাধা নেই।

মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবের করা এক রিটের শুনানি শেষে ২০১৭ সালে হাইকোর্ট অগ্রাধিকার ভিত্তিতে ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ’ সরকারিকরণের রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। সে আপিলের পূর্ণাঙ্গ শুনানি শেষে আজ আপিলটি খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সরকারিকরণে আর আইনী বাধা রইলো না বলে জানান কলেজ পক্ষের আইনজীবী।

আদালতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সিমন্তি আহমেদ ও অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ। আর রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।