কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্র্যাফিক পুলিশ অফিসে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের সম্পূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতের শহরের পুরাতন কোর্ট এলাকার ট্র্যাফিক অফিসে আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান স্থানীয় লোকজন। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় অফিসের ভেতরে ঘুমিয়ে থাকা চারজন ট্র্যাফিক পুলিশ সদস্য ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হতে সক্ষম হন, তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আজ  ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর মধ্যেই অফিসের সমস্ত নথি, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তখন করিমগঞ্জ থেকে আরও দু’টি ইউনিট আনা হয়। আমাদের পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি দল কাজ করছে।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতেও সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
বগুড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
রাজশাহীতে ১.৬৭ লাখ অতিরিক্ত কোরবানির পশু
আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি
কেলির সেঞ্চুরিতে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবি ঢাবি শিক্ষার্থীদের
তরুণ বিজ্ঞানীদের গবেষণায় পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান হতে পারে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
১০