কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্র্যাফিক পুলিশ অফিসে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের সম্পূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতের শহরের পুরাতন কোর্ট এলাকার ট্র্যাফিক অফিসে আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান স্থানীয় লোকজন। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় অফিসের ভেতরে ঘুমিয়ে থাকা চারজন ট্র্যাফিক পুলিশ সদস্য ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হতে সক্ষম হন, তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আজ  ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর মধ্যেই অফিসের সমস্ত নথি, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তখন করিমগঞ্জ থেকে আরও দু’টি ইউনিট আনা হয়। আমাদের পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি দল কাজ করছে।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতেও সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০