বল সুন্দরী কুল চাষ করে গোপালগঞ্জের রুহুল আমিন এখন তরুণদের অনুপ্রেরণার উৎস

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৯
বল সুন্দরী কুল। ছবি: বাসস

// লিয়াকত হোসেন লিংকন //

গোপালগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৫ (বাসস): বল সুন্দরী কুল চাষ করে গোপালগঞ্জের রুহুল আমিন এখন নিজ গ্রামের তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। সবাই এখন তার কাছে পরামর্শ নিতে আসেন।

প্রথমবারের মতো বল সুন্দরী কুলের চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা রুহুল আমিন (২২)। ৩০ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে কুল চাষ করে নব্বই হাজার টাকা আয় করেছেন। বেকার যুবক রুহুল আমিনের এমন সাফল্য সারা ফেলেছে এলাকায়। তাঁর এ সাফল্য দেখে অন্যরাও ঝুঁকছেন কুল চাষে।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম নিবাসী আকতার আলী ঠাকুর এবং কোহিনূর বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র রুহুল আমিন। কৃষক পরিবারে বেড়ে ওঠা রুহুল আমিনের ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি একটু বেশি ঝোঁক। সেই ঝোঁক থেকেই এসএসসি পাশ করার পর চাকরি না খুঁজে কৃষি ক্ষেত্রে নতুন কিছু করার ভাবনা থেকেই এ বছর কুল চাষ মৌসুমে কুল চাষ শুরু করেন। অক্লান্ত পরিশ্রম আর পরিচর্যায় ৬ মাসের মধ্যে সবকটি গাছেই কুল ধরে।

সরেজমিনে রুহুল আমিনের বাগানে গিয়ে দেখা যায়, রুহুল আমিনের বাড়ির পাশে নিজস্ব জমিতে কুল বাগান করা হয়েছে। বাগানে সোনালী হলুদ আভার বল সুন্দরী কুল দুলছে। কুল বাগান থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত রুহুল আমিন। পোকামকড়ের হাত থেকে রক্ষা পেতে চারদিকে নেট দিয়ে ঘেরা।

কুল বাগান ঘুরে দেখতে এসেছেন অনেকে। আবার কেউ কেউ কুল কিনতেও এসেছেন।

কুল চাষি রুহুল আমিন আরও বলেন, ‘আমি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি। ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। কুল চাষ করে প্রথম বছরই সফলতা  পেয়েছি। এ বছর প্রায় ৯০ হাজার টাকার কুল বিক্রি করেছি। আমার এ সফলতা দেখে কুলের বাগান করতে অনেকেই আগ্রহী হয়ে পরামর্শ নিতে আসছেন। আগামী বছর ২০ শতাংশ জমিতে নতুন একটি জাত ভারত সুন্দরীর চারা রোপণ করব।’

রুহুল আমিনের বাবা আকতার আলী ঠাকুর বলেন, ‘রুহুল আমিন অন্য ছেলেদের মতো অলস সময় না কাটিয়ে কুল চাষে মনোযোগ দেয়। নিয়মিত কুল বাগান পরিচর্যা করে। এ কারণেই সে আজ সফল হয়েছে। তার এ সফলতা দেখে ভালো লাগার পাশাপাশি বাবা হিসেবে গর্ববোধ করি।’

রুহুল আমিনের কুল চাষে সফলতা দেখে এলাকার অনেকে এ বছর কুল চাষ শুরু করেছেন। স্থানীয় যুবক সোহেল রানা বলেন, রুহুল আমাদের এলাকার ছেলে। তার সফলতা দেখে আমরা যুবকরা খুশি। গ্রামের আমরা যারা বেকার যুবক রয়েছি, তারা রুহুলের সফলতা দেখে উৎসাহিত হয়েছি এবং কুল চাষ করার পরিকল্পনা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ বলেন, ‘উচ্চ ফলনশীল কুল চাষ করে এ অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন। এখানকার মাটি ও আবহাওয়া কুল চাষে খুবই উপযোগি। আমরা রুহুল আমিনকে নিয়মিত পরামর্শ দিয়েছি। তিনি খুব অল্প সময়ে কুল চাষে যেভাবে সফলতা পেয়েছেন, সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘তার এ সফলতা দেখে অন্যান্য বেকার তরুণরা কুল চাষে আগ্রহী হয়ে উঠবেন।

বেকার যুবক ও শিক্ষিত যুবকরা বসে না থেকে কুল চাষে এগিয়ে এলে বেকারত্ব দুর করা সম্ভব। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০