টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৬
টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক। ছবি: বাসস

কক্সবাজার, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ছয় শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং অপর ১০ জন রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টায় তাদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটককৃতরা হলেন দুই সহোদর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

পুলিশ সুপার বলেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা সম্ভব হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করা অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অপহৃতরা জানিয়েছে, তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের গহীন পাহাড়ের চূড়ায় আটকে রাখে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০