টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৬
টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক। ছবি: বাসস

কক্সবাজার, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ছয় শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং অপর ১০ জন রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টায় তাদের উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটককৃতরা হলেন দুই সহোদর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

পুলিশ সুপার বলেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা সম্ভব হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করা অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অপহৃতরা জানিয়েছে, তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের গহীন পাহাড়ের চূড়ায় আটকে রাখে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০