পটুয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলী মাদকসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
পটুয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলী মাদকসহ গ্রেফতার। ছবি ; বাসস

পটুয়াখালী, ২৫ জানুয়ারি ২০২৫(বাসস) : জেলার দশমিনা উপজেলা থেকে ভোলার তজুমুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার সহযোগী দুজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফলের কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। অন্যরা হলেন কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ।  এ সময় তার বসতঘরে ১১৫ পিস এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশী করে ১০৭ পিস এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করে পুলিশ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০