পটুয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলী মাদকসহ গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
পটুয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলী মাদকসহ গ্রেফতার। ছবি ; বাসস

পটুয়াখালী, ২৫ জানুয়ারি ২০২৫(বাসস) : জেলার দশমিনা উপজেলা থেকে ভোলার তজুমুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার সহযোগী দুজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফলের কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। অন্যরা হলেন কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ।  এ সময় তার বসতঘরে ১১৫ পিস এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশী করে ১০৭ পিস এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করে পুলিশ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
১০