টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়। ছবি ;বাসস

টাঙ্গাইল, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলার ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে তোলা পর বিক্রি করা হয়।  
আজ শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে তোলা হয় বাঘাইড় মাছটি । পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম মিয়া মাছটি ক্রয় করেন।

জানা গেছে, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যায়। পরে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। জেলেরা মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসে। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, বিশাল আকৃতির মাছটি নাড়াচাড়া করছে। উন্মুক্ত মাছটি ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারন সম্পাদক বুদ্দু মিয়া জানান , ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০