বরগুনার চলছে তিনদিন ব্যাপী লোকসংস্কৃতি 

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে শহরের টাউনহল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী চলছে লোকসংস্কৃতি। ছবি ; বাসস

বরগুনা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহযোগিতায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে শহরের টাউনহল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী চলছে লোকসংস্কৃতি। 

এ অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়, চলবে আগামী রোববার পর্যন্ত।

এ আয়োজনের মধ্যে হয়লাগন, জারিগান, পালাগান, কবিতা আবৃত্তি, পুথি পাঠসহ থাকছে আরও নানা ধরনের স্থানীয় পরিবেশনাগ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে লোকনাট্য সমারোহে মনোমুগ্ধকর পরিবেশনা দেখতে ভিড় করছেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে হারাতে বসা বিভিন্ন লোকসংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের নিয়ে ছুটে আসছেন অভিভাবকরা। আধুনিকতার ছোঁয়ায় অপসংস্কৃতি বন্ধ করতে বিভিন্ন সময় এমন আয়োজন অব্যাহত রাখার বিকল্প নেই বলে তারা জানিয়েছেন ।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বরগুনার সিনিয়র সাংবাদিক  চিত্তরঞ্জন শীল জানিয়েছেন, লোকসংস্কৃতির মধ্যে মানুষের প্রাণের স্পন্দন থাকলেও বর্তমানে আমরা এর চর্চা করছি না। সাধারণ মানুষের এমন অনুষ্ঠানগুলোর বেশি করে চর্চা করা উচিত। আমাদের যাত্রা হারিয়ে যাচ্ছে, জারিগান হারিয়ে যাচ্ছে। লোকসংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে অপসংস্কৃতি বন্ধ হবে।

জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার তানজিলা আক্তার জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সব সময়ে নানা ধরনের আযয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে জেলায় শুরু হয়েছে লোকনাট্য সমারোহ। আমাদের গ্রামীণ পর্যায়ে প্রায় বিলীন হয়ে যাওয়া সংস্কৃতিগুলো মানুষের মাঝে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০