বরগুনার চলছে তিনদিন ব্যাপী লোকসংস্কৃতি 

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে শহরের টাউনহল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী চলছে লোকসংস্কৃতি। ছবি ; বাসস

বরগুনা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসন এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহযোগিতায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে শহরের টাউনহল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী চলছে লোকসংস্কৃতি। 

এ অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়, চলবে আগামী রোববার পর্যন্ত।

এ আয়োজনের মধ্যে হয়লাগন, জারিগান, পালাগান, কবিতা আবৃত্তি, পুথি পাঠসহ থাকছে আরও নানা ধরনের স্থানীয় পরিবেশনাগ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে লোকনাট্য সমারোহে মনোমুগ্ধকর পরিবেশনা দেখতে ভিড় করছেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে হারাতে বসা বিভিন্ন লোকসংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের নিয়ে ছুটে আসছেন অভিভাবকরা। আধুনিকতার ছোঁয়ায় অপসংস্কৃতি বন্ধ করতে বিভিন্ন সময় এমন আয়োজন অব্যাহত রাখার বিকল্প নেই বলে তারা জানিয়েছেন ।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বরগুনার সিনিয়র সাংবাদিক  চিত্তরঞ্জন শীল জানিয়েছেন, লোকসংস্কৃতির মধ্যে মানুষের প্রাণের স্পন্দন থাকলেও বর্তমানে আমরা এর চর্চা করছি না। সাধারণ মানুষের এমন অনুষ্ঠানগুলোর বেশি করে চর্চা করা উচিত। আমাদের যাত্রা হারিয়ে যাচ্ছে, জারিগান হারিয়ে যাচ্ছে। লোকসংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে অপসংস্কৃতি বন্ধ হবে।

জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার তানজিলা আক্তার জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সব সময়ে নানা ধরনের আযয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে জেলায় শুরু হয়েছে লোকনাট্য সমারোহ। আমাদের গ্রামীণ পর্যায়ে প্রায় বিলীন হয়ে যাওয়া সংস্কৃতিগুলো মানুষের মাঝে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০