সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
শনিবার জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি। ছবি; বাসস

সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) :ও খাদ্য সামগ্রি জব্দ করেছে জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফল, প্রসাধন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর এবং সিলেট জেলার সীমান্তবর্তী সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, রূপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুইকোটি সাতলাখ ৫০ হাজার ৬২৫ টাকা। 

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত  চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০