সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
শনিবার জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি। ছবি; বাসস

সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) :ও খাদ্য সামগ্রি জব্দ করেছে জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফল, প্রসাধন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর এবং সিলেট জেলার সীমান্তবর্তী সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, রূপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুইকোটি সাতলাখ ৫০ হাজার ৬২৫ টাকা। 

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত  চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি
পঞ্চম টেস্টে পান্তের জায়গায় জাগাদিসান
জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি 
মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
রাজশাহীতে ২৯ জুলাই কর্মসূচি সফল করতে পরিকল্পনা করেন যোদ্ধারা
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি
নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা
বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন আশঙ্কাজনক
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
১০