সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
শনিবার জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি। ছবি; বাসস

সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) :ও খাদ্য সামগ্রি জব্দ করেছে জেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফল, প্রসাধন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে সিলেট ৪৮ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর এবং সিলেট জেলার সীমান্তবর্তী সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, রূপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুইকোটি সাতলাখ ৫০ হাজার ৬২৫ টাকা। 

সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত  চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
১০