কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ফরিদপুরের খেজুর রস ও গুড়

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ফরিদপুরের খেজুর রস ও গুড়। ছবি ; বাসস

ফরিদপুর, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কালের  বিবর্তনে হারিয়ে যাচ্ছে ফরিদপুরের খেজুর রস ও খেজুরের গুড়। জেলার সদরপুর, নগরকান্দা, সালথা উপজেলার মাঠে আগের মত খেজুর গাছে আর দেখা মিলছে না। এখন আর রসের হাঁড়ি নিয়ে গাছিদের তেমন গ্রামের মেঠো পথে দেখা যায় না। 

শীত মানেই খেজুর রস। নানা ধরনের মুখরোচক পিঠা ও পায়েস তৈরিতে খেজুর রসের বিকল্প নেই। শীতকাল এলেই হরেক রকমের পিঠার আয়োজন হয়, কিন্তু খেজুর গাছে বিলুপ্তিতে রস এখন আর তেমন একটা মিলছে না। ফলে নানা রকমের পিঠার বাহার চোখে খুব কম পড়ে। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে খেজুর গাছ, খেজুরের রস ও গুড় এবং সংগ্রহের পেশা। এক সময় ফরিদপুর, সদরপুর, নগরকান্দা, সালথা এলাকার মাঠে- বাড়ির আঙিনায়, রাস্তার দুই ধারে ছিল অসংখ্য খেজুর গাছ।আগের দিনগুলোতে সাধারণত কার্তিক ও অগ্রহায়ণ মাসে প্রতি ঘরে ঘরে দেখা যেত খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রতিযোগিতা। কিন্তু বর্তমানে খুব কম দেখা যায় এ পেশার কারিগরদের।রস সংগ্রহ করে ঢেউটিনের তাফালে বড় আকারের চুলায় জ্বাল দিয়ে তৈরি করা হতো খেজুরের গুড়, পাটালি গুড়সহ নানা ধরনের গুড়।  এখন এসব শুধুই স্মৃতি। এখন কিছু কিছু খেজুর গাছ থাকলেও তা সারাক্ষণ পরিচর্যা করাটা যেন কাজ হিসাবে মনে করছেন না।

ফরিদপুর সদর উপজেলার গ্রামের ৮৭ বছরের বৃদ্ধ রহমান মাতুব্বর বলেন, বাবা আমরা আগে এক টাকা দিয়ে এক হাঁড়ি খেজুরের রস কিনেছি। এ রস দিয়ে খেজুর গুড়, ভাপা পিঠার আয়োজনে এক সময় উৎসব চলতো। এখন এ কথা যেন কল্প কাহিনী। নাতি নাতনি, ঝি-বউদের কাছে বললেও ওরা এটাকে গল্প মনে করছে। 
এখন প্রতি হাঁড়ি রসের দাম ৩০০-৩৫০ টাকা তাও সঠিক রশ বা গুড় কোনটাই আর পাওয়া যায় না। শীতের শুরুতেই খেজুর গাছ কেটে রসের সন্ধানে গাছিরা তৎপর হয়ে ওঠে। তার আগে খেজুর গাছের কথা কারোর মনেই পড়ে না।

গ্রামীণ ঐতিহ্য রক্ষায় চাহিদা মেটাতে সদরপুরের রহমান গাছি জানান, আমাদের ১২ টার মত খেজুর গাছ রয়েছে। খেজুর বাগান থেকে প্রতিদিন ৬-৭ হাঁড়ি খেজুর রস আহরণ করে থাকি।প্রতি হাড়ি রস ২০০-২৫০ টাকা দরে বিক্রি করি।

খেজুরের গুড় না পাওয়ায় ফরিদপুরের ঐতিহ্যকে ধরে রাখতে ফরিদপুর সদরের বদরপুরের মো. এনামুল হাসান (ভিপি গিয়াস) বলেন, ২০২১ সালে বিভিন্ন জায়গা ছড়িয়ে থাকা খেজুর গাছগুলো লিজ নিয়ে প্রকৃত খেজুরের গুড়ের চাহিদা মেটানোর চেষ্টা করছি। এখন আমার ৮০০ খেজুর গাছ রয়েছে।ফরিদপুরের বাইরের থেকে অনেক বেশি টাকা মজুরি দিয়ে গাছি এনে গাছ কাটাতে হয়। গুড় ৫৫০ থেকে ৬০০ টাকা বিক্রি করি। খেজুরের গুড় দিয়ে সুস্বাদু পিঠা হয়। গ্রাম বাংলার খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ না কেটে যেন বৃদ্ধি করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গ্রামীণ ঐতিহ্য রক্ষায় এ রসের চাহিদা মেটাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, খেজুর রস ও গুড় এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গুড় মুড়ি খেতে খেজুর রসের বিকল্প নেই।এখনো  আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক খেজুর গাছ, সেগুলোকে পরিচর্যা করা প্রয়োজন। গ্রাম বাংলার উৎসব ফেরাতে আমাদেরকে অন্যান্য গাছের পাশাপাশি খেজুর গাছের প্রতি যত্নবান হওয়া উচিত।

ধন্যবাদ জানিয়ে বলেন ইতিমধ্যে ফরিদপুরের দুই একজন উদ্যোক্তা খেজুরের ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নিয়েছে।এদের পাশাপাশি খেজুর গাছ লাগানোর সরকারিভাবে গ্রাম বাংলার মানুষকে উৎসাহ জোগাতে হবে। প্রয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে বিনামূল্য খেজুরের চারা রোপণের ব্যবস্থা করতে হবে। যাতে করে খেজুর গাছ ও তালগাছ কেটে ইটভাটার মালিকরা ভাটায় পোড়াতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ হতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ।

ফরিদপুর সদর থানার কৃষিবিদ মো.সেলিমরেজা বলেন, ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় এখন একথা বলতে লজ্জা করে,কারণ এখন আগের মত গাছও নাই রসও নাই।

ফরিদপুরের ডাক্তার আফজাল বলেন, বাজারে যেসকল গুড় পাওয়া যাচ্ছে তার মধ্যে বেশিরভাগ গুড়ই ভেজাল। ভেজাল গুড়গুলো যে সকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এগুলো মানবদেহের জন্য চরম ক্ষতিকর। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে খেজুর গাছ ও গুড়ের প্রকৃত মান ধরে রাখা সম্ভব বলে মনে করনে।

এ বিষয়ে অর্থনীতিবিদ মো.আশরাফ আলী খান বলেন, যতদিন এ অঞ্চলের ইটভাটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত এ অঞ্চলের ঐতিহ্য খেজুরের রস ও গুড়ের মান ও ঐতিহ্য সবকিছু হারিয়ে যাবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০