তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
শনিবার কুড়িগ্রামে মঞ্চে অতিথিরা। ছবি : বাসস

কুড়িগ্রাম, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই শ্লোগানে কুড়িগ্রাম রাজারহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

সমাবেশ সফল করতে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের মানুষ দলে দলে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
রাজশাহীতে ২৯ জুলাই কর্মসূচি সফল করতে পরিকল্পনা করেন যোদ্ধারা
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি
নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা
বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন আশঙ্কাজনক
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি
শেষ টেস্টে ইংল্যান্ড দলে ওভারটন
বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
১০