পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২১
পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বাড়লেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: বাসস

পঞ্চগড়, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা সামান্য বাড়লেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় আচ্ছাদিত পুরো জনপদ। ফলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।

রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ এবং গতিবেগ ছিলো ৭-৮ কিলোমিটার।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থ্যাৎ, দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ছিলো মাত্র ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, টানা এক সপ্তাহ ধরে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘর কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট।

বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।

কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

জানুয়ারি মাস জুড়ে শীত এমন থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
রাজশাহীতে ২৯ জুলাই কর্মসূচি সফল করতে পরিকল্পনা করেন যোদ্ধারা
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি
নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা
বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন আশঙ্কাজনক
অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি
শেষ টেস্টে ইংল্যান্ড দলে ওভারটন
বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
১০