পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২১
পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বাড়লেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: বাসস

পঞ্চগড়, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা সামান্য বাড়লেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় আচ্ছাদিত পুরো জনপদ। ফলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন।

রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ এবং গতিবেগ ছিলো ৭-৮ কিলোমিটার।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থ্যাৎ, দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ছিলো মাত্র ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, টানা এক সপ্তাহ ধরে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘর কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট।

বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।

কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

জানুয়ারি মাস জুড়ে শীত এমন থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস গাজায় 'যুদ্ধবিরতি চায়' :  ট্রাম্প 
ইউক্রেনকে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের
চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ভিডিও নিয়ে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
লক্ষ্মীপুরে মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুতে বিভাগের সকল ক্লাস বন্ধ
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
১০