বাসস
  ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৩

ফরিদপুরে মৌমাছির কামড়ে মৃত্যু ১ আহত ১৬ 

প্রতীকী ছবি

ফরিদপুর, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৬ জন। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার পুত্র।

এলাকাবাসী জানায় , পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছে মৌমাছির চাকে আক্রমণ করে পাখি। এসময় মৌমাছির দল পথচারীদের কামড় দেয়। শুশান্ত কুমার সাহা ঘটনার পরপরই মারা যান। গুরুতর আহত শান্ত দাস (২৫) ও মহশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এবিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শুশান্ত সাহার। তার শরীরে অন্তত ৪০/৪৫ টি কামড়ের চিহ্ন দেখা গেছে। তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন।