চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে সহজ করেছে জবস্ প্রিপারেশন এ্যান্ড লার্নিং অ্যাপ ‘প্রিয় শিক্ষালয়’ 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে সহজ করেছে মহিউদ্দিন সোহেলের জবস্ প্রিপারেশন এ্যান্ড লার্নিং অ্যাপ 'প্রিয় শিক্ষালয়'। ছবি: বাসস

\ জাহিদুল খান সৌরভ \

শেরপুর, ২৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে সহজ করেছে জবস্ প্রিপারেশন এ্যান্ড লার্নিং অ্যাপ ‘প্রিয় শিক্ষালয় ’। এই অ্যাপ হয়ে উঠেছে চাকরি প্রত্যাশীদের চাকরির প্রস্তুতিকে সহজ করার আলোকবর্তিকা। জবস্ প্রিপারেশন এ্যান্ড লার্নিং অ্যাপ ‘প্রিয় শিক্ষালয়’ প্লাটফর্মে প্রায় একলাখের মতো ইউজার ইতোমধ্যেই যুক্ত হয়েছেন। চাকরি প্রত্যাশীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই অ্যাপটি। 

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন সোহেল (৩৮) চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপটি তৈরি করেন। ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই অ্যাপ। প্রতিষ্ঠার বয়সের দিক থেকে প্রায় দুই বছরে সারাদেশে বেশ সাড়া জাগিয়েছে অনলাইন ভিত্তিক চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এই অ্যাপটি। 

মহিউদ্দিন সোহেল শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসাইন (৭৫) ও রওশন আরা মাহফুজা (৬০) দম্পতির পুত্র। তিনি ২০০১ সালে ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি (দাখিল) এবং একই প্রতিষ্ঠান থেকে ২০০৩ সালে এইচএসসি (আলিম) পাশ করেন। পরে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং ২০০৮ সালে এমএসএস সম্পন্ন করেন। 

যেভাবে শুরু

প্রভাষক মহিউদ্দিন সোহেল বাসসকে জানান, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাখ লাখ চাকরি প্রত্যাশিদের চাকরি প্রাপ্তিকে সহজ ও সাশ্রয়ী করার জন্য কিছু একটা করার কথা অনেকদিন থেকে ভাবছিলাম। এক পর্যায়ে সিদ্ধান্ত  নেই এক্সাম বেইসড একটি এডুকেশন প্লাটফর্ম তৈরি করার। এরপর ডোমেইন কিনে নেই। পাশাপাশি হোস্টিংসহ অপারেশনাল নানা প্ল্যানিং নিয়ে চলতে থাকে বিশাল কর্মযজ্ঞ। সেই থেকে দুই বছর অক্লান্ত পরিশ্রমে তৈরি করা হয় ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপটি। 

কিভাবে কাজ করবে এই অ্যাপ

এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। যেকোনো ইউজার প্লে স্টোর থেকে ইংরেজিতে Priyoshikkhaloy লিখে সার্চ দিলেই অ্যাপ লিংকটি চলে আসবে। অ্যাপটি ইন্সটল করে স্মার্টফোনের মাধ্যমে, অ্যাপটি ব্যবহার করতে পারবেন যে কোন ইউজার। অ্যাপ লিংক : https://play.google.com/store/apps/details?id=com.priyoshikkhaloy.android   যেকোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে যেকোনো ইউজার অ্যাপটি ইন্সটল করে নিলেই সদস্য হয়ে যাবেন। 

অ্যাপটির দুই ধরনের ইউজার প্ল্যান আছে। ফ্রি ইউজার হিসেবে অ্যাপের সিংহভাগ ফিচার বিনামূল্যে ব্যবহার করতে পারবে। তবে প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করার জন্য মাসিক ভিত্তিক বা কোর্স প্ল্যান ভিত্তিক সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হয়। অ্যাপের প্যাকেজ প্ল্যান বাটন থেকে ব্যবহারকারি যেকোনো প্যাকেজ প্ল্যান বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যেকোনো পেমেন্ট মেথডে পেমেন্ট করে প্যাকেজ চালু করতে পারবেন। প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করার জন্য মাসিক ভিত্তিক বা কোর্স প্ল্যান ভিত্তিক সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হয়। সর্বনিম্ন সাবস্ক্রিপশন ফি মাসিক ৯৯ টাকা থেকে শুরু। 

কিভাবে চলছে এই অ্যাপ

এই অ্যাপটিতে পরিচালনা পরিষদে ৮ জন উদ্যোক্তা এবং ৩০ জন কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তারাই প্রতিনিয়ত ইউজারদের চাহিদা ও সময়োপযোগী কনটেন্ট দিয়ে অ্যাপটি হালনাগাদ করেন। 

উদ্যোক্তাদের বার্ষিক আয় 

অ্যাপটির পরিচালনা ব্যয় বেশি থাকায় প্রতিষ্ঠানটি লাভে না থাকলেও ইউজার গ্রোথ অনেক বেশি। অ্যাপটি ইতিমধ্যে প্রায় ১ লাখ ইউজার ইন্সটল হয়ে গেছে। তাই বার্ষিক অন্তত ৫ লাখ টাকার ট্রানজেকশন হয়ে থাকে। ধীরে ধীরে এটি একটি আয়বর্ধক উদ্যোগে পরিণত হবে বলে বিশ্বাস করেন এই অ্যাপের প্রধান উদ্যোক্তা মহিউদ্দিন ।  

অ্যাপের বিষয়বস্ত

উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমে প্রতিমাসেই এই অ্যাপে যুক্ত হয় মান সম্মত কন্টেন্টসহ নানা ফিচার। এছাড়া রয়েছে  বিষয়ভিত্তিক ও পরীক্ষা ভিত্তিক মডেল টেস্ট, টপিক নোটস, কাস্টম এক্সাম, বিগত ২০ বছরে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আর্কাইভ ‘প্রশ্ন ব্যাংক’, দেশের নামকরা মেন্টরদের তত্ত্বাবধানে তৈরি করা ‘ লেকচার শীট, নিয়োগ বিজ্ঞপ্তি, এলার্ট বেইসড ফিচার, জবস্ সার্কুলার, কারেন্ট অ্যাফেয়ার্সসহ চাকরি প্রত্যাশীদের নানা প্রয়োজনীয় ফিচার। 

অ্যাপ ইউজারদের প্রতিক্রিয়া

জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রামের বাসিন্দা ঝুমুর বলেন, ‘প্রত্যন্ত এলাকার বাসিন্দা হওয়ায় পড়াশোনা শেষ করেও শহরের ভাল কোচিংয়ে ভর্তি হতে পারছিলাম না। পরে আমার এক বান্ধবীর কাছ থেকে ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপের নাম শুনি এবং ডাউনলোড করে পড়াশোনা শুরু করি।’ 

চাকরি প্রত্যাশীদের একজন সাবিহা দিপ্তি মিলা বলেন, ‘একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে 'প্রিয় শিক্ষালয়' অ্যাপের বিষয়টি আমার নজরে আসে। অনেকটা কৌতুহল নিয়েই ডাউনলোড করি অ্যাপটি। চমৎকার লেগেছে অ্যাপটি। নাম মাত্র টাকায় চার বছরের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ প্ল্যানও কিনে নিয়েছি। ভাবছি অফলাইনে কোচিং এর পাশাপাশি প্রতিদিনই 'প্রিয় শিক্ষালয়ে' এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নেবো।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শেরপুরের মুজাহিদ বিল্লাহ ১৮তম কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। তিনি জানান, এই অ্যাপ থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়েছিলেন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন অপেক্ষা করছেন মৌখিক পরীক্ষার জন্য। বাসসকে তিনি বলেন, ঘরে বসেই এতো সুন্দরভাবে চাকরির প্রস্তুতি নেয়া যায় তা আগে জানতাম না। চমৎকার এই প্রিয় শিক্ষালয় অ্যাপটি তা করে দেখিয়েছে। 

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বাসস'কে বলেন, গারো পাহাড়ের প্রত্যন্ত এই জেলা থেকে এমন একটি উদ্যোগ পরিচালিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। চাকরির প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রিয় শিক্ষালয় অ্যাপটি সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে যাক সেই প্রত্যাশা রাখছি। আর সেই যাত্রাপথে আমাদের অবারিত সহযোগিতা সব সময়ই থাকবে।

উদ্যোক্তাদের ভবিষ্যত পরিকল্পনা

বাসসের সাথে আলাপকালে প্রভাষক মহিউদ্দিন বলেন, উপকারভোগীদের জন্য সহজ ও সঠিক তথ্যসমৃদ্ধ কন্টেন্ট সরবরাহ করাই আমাদের প্রথম লক্ষ্য। ইউজারের সংখ্যা এবং ধরণ যত বাড়বে কন্টেন্টের চাহিদাও তত বাড়বে। কন্টেন্টের চাহিদা বাড়লে উদ্যোক্তাদের কাজ বাড়ার পাশাপাশি আয়ও বাড়বে। আর যখন দেশের লাখ লাখ মানুষ এই অ্যাপ ব্যবহার করে উপকৃত হবেন তখন আর আয় নিয়ে চিন্তা করতে হবে না।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
আলজেরিয়া দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ডেঙ্গুতে আরো ২৬৩ জন হাসপাতালে ভর্তি
১০