ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : বড় হার দিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করল বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।
আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান শাহিনস। জবাবে ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১.১ ওভারে ১১৮ রান করে পাকিস্তান শাহিনস। দুই ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান হাফ-সেঞ্চুরি করেন।
৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬১ রান করেন নাফি। ৪০ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করেন ইয়াসির।
দুই ওপেনারের পর হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিন নম্বরে নামা সৈয়দ মুহাম্মদ আব্দুল সামাদ। ১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি।
এছাড়া শেষ দিকে মুহাম্মদ ইরফান খানের ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৪ উইকেেেট ২২৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান শাহিনস।
বাংলাদেশ ‘এ’ দলের রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি ১টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে আউট হবার আগে ৫ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম।
এরপর পাকিস্তান বোলারদের উপর ব্যাট হাতে চড়াও হন আরেক ওপেনার জিশান আলম ও সাইফ হাসান।
৩৮ বলে ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন তারা।
অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ৯২ রানে জিশান ফেরার পর ব্যাটিং ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৪৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ আট ব্যাটারের সাতজনের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।
৫টি চার ও ১টি ছক্কায় জিশান ১৭ বলে ৩৩ ও ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৫৭ রান করেন সাইফ। দলের তৃতীয় ব্যাটার হিসেবে দুই অংক স্পর্শ করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৬ বলে ২২ রান করেন তিনি।
বল হাতে পাকিস্তানের সাদ মাসুদ ও ফয়সাল আকরাম ৩টি করে উইকেট নেন।
আগামী ১৬ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।