লালমনিরহাটের জাহাঙ্গীর আলমের কৃষিতে সফলতা লাভ 

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৫ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪
সফল কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম। ছবি ; বাসস

লালমনিরহাট, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): শূন্য থেকে শুরু করে প্রতিকূল পথ ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিতে ফলতা লাভ করেছেন লালমনিরহাট মো. জাহাঙ্গীর আলম (৪২)। তার বাড়ি সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের। তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস মৌজায় মালটা, আম, কমলা ও বড়ই বাগানের পাশাপাশি (লিচু) চাষেও সফলতা কুড়িয়েছেন। এখন নিজ এলাকার তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। অনেকেই এখন তার কাছে পরামর্শ নিতে আসেন।

তিনি গত ৭ বছরে বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকারও বেশি উপার্জন করেছেন। তার সম্পূর্ণ বাগানটি রয়েছে ৩ একর ৫৬ শতাংশ জমি জুড়ে। মো. জাহাঙ্গীর আলম বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের বড় ছেলে। মধ্যবিত্ত পরিবারের ৫ ভাই-বোনের মধ্যে জাহাঙ্গীর আলম বড় ছেলে। সংসারের আর্থিক অনটনের কারণে খেদাবাগ একরামিয়া ফাজিল মাদরাসা থেকে ২০০৪ সালে আলিম পাস করে চাকরির পিছনে সময় ব্যয় না করে তিনি কৃষিসহ নানান প্রজেক্ট সম্পর্কে অবগত হয়ে এবং বাবার পরামর্শে শুরু করেন বিভিন্ন ফলের চাষ। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও অভিজ্ঞ কৃষি উদ্যোক্তাদের কাছে যেয়ে পরামর্শ ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে তার বাগানে কাজে লাগিয়েছেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে তিনি দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন।

সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীর আলমের বাগানে মালটা,আম, কমলা ও লিচুর বিশাল বাগান রয়েছে এবং সেই বাগানে ফলের মুকুলও এসেছে। বাগানে প্রতিদিন ৪ থেকে ৫ জন শ্রমিক মজুরি খাটছেন। বিভিন্ন স্থান থেকে আসা উৎসাহিত তরুণ ও চাষীরা তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং পরামর্শ নিচ্ছেন। তবে আম , কমলা, মালটা চাষে সার ও কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। তিনি বাজারে ভেজাল সার ও কীটনাশকের দৌরাত্ম্য ও সিন্ডিকেট দূর করার দাবি জানিয়েছেন ।

জাহাঙ্গীর জানায়, চাকরি পেছনে না ছুটে বাবার পরামর্শে ও পরিকল্পনা মোতাবেক নিজের চেষ্টায় আজকে বিশাল ফলের বাগান গড়ে তুলেছি।

সবার দোয়া ও ভালবাসায় প্রত্যেক মৌসুমে এ বাগান থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকারও বেশি উপার্জন করি। তাছাড়াও বাজারে মালটা, আম ও কমলা, লিচুসহ অন্যান্য ফলের ব্যাপক চাহিদা থাকায় বিক্রি করা নিয়ে চিন্তা হয়নি আমার। আগামী মৌসুমে সব মিলিয়ে ১০ লাখ টাকার মালটা,আম, কমলা, বড়ই, লিচুসহ অন্যান্য ফল বিক্রির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, আগামীতে ৫-৬ বিঘা জমিতে মাল্টা বাগান সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার যেটি বাস্তবায়ন করতে পারলে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অত্র এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বাসস'কে জানায়, মো. জাহাঙ্গীর আলমের ফলের বাগান সম্পর্কে আমরা অবগত রয়েছি। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের মত আমরা  উদ্যোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। 

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল আরিফিন বাসস'কে জানান, জাহাঙ্গীর আলম একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি তার বাবাকে সঙ্গে নিয়েই মূলত এ বাগান গড়ে তুলেছেন । 

তিনি সমগ্র জেলার কৃষকদের জন্য উদাহরণ স্বরুপ। তিনি দেখিয়ে দিয়েছেন, যে কেউ বাণিজ্যিকভাবে কৃষিকাজ করেও সফলতা অর্জন করতে পারে। এ অঞ্চলের কৃষকদের জন্যও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম
জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল
জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি'র মৌন মিছিল
সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদারের ইন্তেকাল
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা
গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে: ডা. জাহিদ 
ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০